০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৭:৩৪ অপরাহ্ন
মাদক সম্রাট আমিনুল মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২৩
মাদক সম্রাট আমিনুল মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার

পদ্মা নদীর পাড়ের মাদক সম্রাট আমিনুলকে নিজ বাড়ি হতে ০৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন ও অস্ত্রসহ গ্রেফতার করেছে ৱ্যাব-৫। চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর চর থেকে ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন প্যাকেজিং করা অবস্থায় আমিনুল নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৫ এর একটি দল।


এসময় তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।আজ রবিবার দুপুরে রাজশাহী র‌্যাবের হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। সেখানে ৱ্যাব‌-৫ এর সিইও লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার সাংবাদিকদের জানান,চাঁপাইনবাবগঞ্জ জেলার চর হাকিমপুর টুকপাড়া গ্রামে ৱ্যাব-৫ এর একটি দল শনিবার গভীর রাতে অভিযান চালায়।


এসময় তারা নদীর পাড়ের একটি বাড়ি থেকে মাদক কারবারী হিসেবে আমিনুল নামে একজনকে হেরাইন প্যাকেটজাত করা অবস্থায় আটক করেন। পরে তারা জানতে পারেন হেরোইন গুলো পাচারের পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে প্যাকেট করছিলো সে। পরে তার বাড়ি তল্লাসী করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। জব্দ করা ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইনের বাজার মূল্য অন্তত তিন কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ৱ্যাব।

শেয়ার করুন