০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৭:২৪ অপরাহ্ন
কোরবানির পশু জবেকরণ ও দ্রুত বর্জ্য অপসারণের আহবান রাজশাহী সিটি কর্পোরেশন।
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৩
কোরবানির পশু জবেকরণ ও দ্রুত বর্জ্য অপসারণের  আহবান  রাজশাহী সিটি কর্পোরেশন।

কোরবানির পশু জবেকরণ ও দ্রুত বর্জ্য অপসারণেরআহবান

শ্রদ্ধেয় মহানগরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! ঈদ মোবারক।

পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম উম্মার জন্য মহান আগে মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ-উল- আযহা উদ্‌যাপনকালে কোরবানির স্থান ও জনগণের যাতাযাত পদ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখা আবশ্যক।

পশু কোরবানির ক্ষেত্রে আমরা নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি সচেতন থাকি : সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবেহ করুণ। জনগনের চলাচলের পথ উন্মুক্ত রাখার স্বার্থে সড়ক, মহাসড়ক ও রেলপথে কোরবানির হাট

বসানো ও পশু কোরবানি করা থেকে বিরত থাকি;

কোরবানি সংক্রান্ত যে কোন বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে যোগাযোগ বাড়ির আঙ্গিনায় পশু জবেহ করলে নিজ দায়িত্বে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করি;করুন;

কোরবানির পরে যত দ্রুত সম্ভব পশুর রক্ত ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ করি অথবা গর্ত করে

পুতে ফেলি। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণের স্বার্থে পুকুর, ডোবা, নদীনালা ও পরিত্যক্ত উন্মুক্ত স্থানে কোন ক্রমেই বর্জ্য না ফেলি। মহানবী (সাঃ) বলেছেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতা ঈমানের অঙ্গ”। জরুরী প্রয়োজনে

ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যোগাযোগ করুন।

আসুন আমরা সবাই সরকারী বিধিনিষেধ মেনে চলি এবং স্বাস্থ্যসম্মত ভাবে কোরবানি করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য

ও দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।

বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর : পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং : ০১৭১৩-০৯৮৯৫৬

অফিস সহকারী

অভিযোগ গ্রহণের সময়

ঈদুল আযহার দিন বিকাল ৪.০০ঘটিকা হতে রাত্রী ১১.০০ ঘটিকা পর্যন্ত।

আহ্বানে

কর্তৃপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশন।

শেয়ার করুন