২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:৪৬:৫০ অপরাহ্ন
রাজশাহীতে মাটিতে পুঁতা হচ্ছে ছাগলের চামড়া, গরুর দুইশ’ থেকে এক হাজার টাকা
  • আপডেট করা হয়েছে : ২৯-০৬-২০২৩
রাজশাহীতে মাটিতে পুঁতা হচ্ছে ছাগলের চামড়া, গরুর দুইশ’ থেকে এক হাজার টাকা

রাজশাহীতে চামড়া কেনার মানুষ পাচ্ছেন না মুসল্লিরা। কোরবানির পর অনেকের বাড়িতেই পড়ে আছে চামড়া, কিন্তু কিনতে যায়নি কেউ। আবার কোনো এলাকায় কেত্রা গেলেও দাম একেবারেই কম। খাশির চামড়া তো কেনার লোকই পাওয়া যাচ্ছে না। ১০-২০ টাকা করে বিক্রি হচ্ছে ছাগলের চামড়া। অনেকেই বিক্রি না করে মাটিতে পুঁতে রেখে দিয়েছেন ছাগলের চামড়া। গরুর চামড়া কিনতে কিছু এলাকায় সকালে ক্রেতারা ঘুরলেও বেলা বাড়ার পর আর তেমন দেখা মেলেনি তাদের। বেলা ১২টা পর্যন্ত যে গরুর চামড়া ৮০০ টাকা দাম বলেন ক্রেতারা, দুপুর একটার পরে তার দাম নেমে যায় ৩০০ টাকায়।


শেয়ার করুন