২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:১৮:৫৯ অপরাহ্ন
৬ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি–রপ্তানি শুরু
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৩
৬ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি–রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকালে পুনরায় শুরু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ। 


উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। 


বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা করে চারদেশীয় স্থলবন্দরটিতে (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) ৬ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে পুনরায় চালু হয়েছে।

শেয়ার করুন