২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০১:৪৩:৩৯ পূর্বাহ্ন
সীতাকুণ্ডে আগুনে দগ্ধ খালেদুর করোনায় আক্রান্ত
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২২
সীতাকুণ্ডে আগুনে দগ্ধ খালেদুর করোনায় আক্রান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন খালেদুর।

করোনা শনাক্ত হওয়ায় খালেদুরকে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খালেদুরের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৪১ জন। আহত হন ৪৫০ জন। এই কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড রাসায়নিক থাকায় সেখানে এত বড় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই রাসায়নিকের কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

শেয়ার করুন