২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:২৮:০০ পূর্বাহ্ন
বাগমারায় পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই ভাইয়ের কারাদন্ড
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২২
বাগমারায় পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই ভাইয়ের কারাদন্ড

রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমান আদালতে দুই ভাইয়ের কারাদন্ড প্রদান করা হয়েছে। কারাদন্ড প্রাপ্তরা হলেন আব্দুল খালেক (৩৫) এবং তার বড় ভাই আলিমুদ্দীন (৬০)। তারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের মৃত কাজিমুদ্দীনের ছেলে।

যশোয়বিলে ফসলী জমিতে পুকুর খননের অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সফিয়ান। পুকুর খননের দায়ে দুই ভাইয়ের মধ্যে আব্দুল খালেকের ১৫ দিনের এবং আলিমুদ্দীনের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ৪ ধারায় এই রায় প্রদান করেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।

অপরদিকে সোমবার উপজেলার বাইগাছা এলাকার রামপুরে পুকুর খননকালে রুবেল হোসেন নামে এক ভেকু চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।

শেয়ার করুন