২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৪৩:০০ পূর্বাহ্ন
সীতাকুণ্ডে দুই মাদক কারবারি গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২৩
সীতাকুণ্ডে দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯৯ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।


সোমবার (১৭ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।


গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলি গ্রামের বেলাল হোসেনের চেলে আলতাফ হোসেন রায়হান (২০) এবং মেহেদীনগর গ্রামের মো. দিদার আলমের ছেলে মো. শাহাদাত হোসেন (১৭)

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, কিছু মাদক ব্যবসায়ী ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপ নিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা চট্টগ্রামে নিয়ে আসছে। এমন গোপন সংবাদে ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে সন্দেহজনক পিকআপ থেকে দুইজনকে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে প্লাস্টিকের বস্তাভর্তি ১৯৯ বোতল ফেনসিডিল এবং পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয় বলে জানায় র‌্যাব-৭।


শেয়ার করুন