০৫ মে ২০২৪, রবিবার, ১২:৪০:০২ পূর্বাহ্ন
রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সদন বিতরণ
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৩
রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সদন বিতরণ

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নরী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী এসোশিয়েশন ভবনের হল রুমে জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিকসোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, উইম্যান চেম্বার এ্যান্ড কমার্সের সভাপতি রোজেটি নাজনীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহম্মেদ, নারীদের মনদিয়ে কাজ করে নিজেদের আত্নপ্রকাশের কথা বলেন। তিনি আরো বলেন, নারীর একসময় ঘরে বসে থাকতো কাজ করতো। আজ নারীরা নিজেরা উদ্যোক্তা হয়ে অনৈতিক ভাবে স্বামলম্বী হচ্ছেন। এটি আমাদের নারী ও দেশের জন্য গর্বের বিষয়। তিনি নারীদের যে কোন বিষয়ে তার দপ্তরে আসা ও সহযোগিতা চাইলে না পূরণ করার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন