নওগাঁর মহাদেবপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) দুপুরে উপজেলা সদরের ফাজিলপুর (বরেন্দ্র অফিস) মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন রাজশাহী জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার।
মহাদেবপুর শাখা ব্যবস্থাপক মো. এমানী হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার জালাল উদ্দিন, জাহাঙ্গীরপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সরদার আজিজুর রহমান, সহকারি শিক্ষক আঃ হাফিজ, ইউপি সদস্য জান্নাতুন ফেরদৌস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, মান্দা শাখা ব্যবস্থাপক সোহেল রানা প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ১১ জন সদস্যকে ঋণ বিতরণ করা হয়। শেষে এ শাখার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।