২৪ জানুয়ারী ২০২৫, শুক্রবার, ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
রাজশাহীতে আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৫
রাজশাহীতে আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।


বক্তব্যে রেজাউল আলম বলেন, 'শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।' 


এ সময় খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার মাধ্যমে দেশ ও জাতি গঠনে উপযুক্ত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।


এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.টি.এম. গোলাম মাহবুবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মো. লুৎফর রহমান ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।


প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।


১০টি পুরুষ ও আটটি মহিলা ইভেন্টসহ মোট ১৮টি ইভেন্টে রাজশাহী বিভাগের আট জেলার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


শেয়ার করুন