যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন, ফের বুঝি শাকিব খানের সংসারে ফিরছেন অপু বিশ্বাস। তবে তাদের মধ্যে কতটুকু বনিবনা হলো, তার সঠিক তথ্য খুঁজতে মরিয়া ভক্তরা। এর মধ্যেই অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখলেন ‘গট ম্যারেড’।
রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলেছেন। তার ‘গট ম্যারেড’ স্ট্যাটাস বৃষ্টিমুখর দিনে বাজ পড়ার মতোই খবর। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, কাকে বিয়ে করলেন অপু বিশ্বাস?
অবশ্য ৬ মিনিটের পরই পোস্টটি মুছে গেছে। তাহলে বিষয়টি কী? অপু বিশ্বাস বলেন, হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।
২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন। ২০১৬ সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ হাজির হয়ে সব কিছু প্রকাশ্যে আনেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তারা বিবাহবিচ্ছেদ করেন।
যদিও অপু বিশ্বাস তার নিকটজনদের কাছে এখনও বলতে চান, তাদের মধ্যে বিচ্ছেদই হয়নি!