আজ জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সকাল থেকেই দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।
বিটিভি
সকাল ৯টায় শিশুতোষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে জানি’। ১০টা ১০ মিনিটে রয়েছে প্রামাণ্য অনুষ্ঠান ‘শোকে নয় চেতনায় মুজিব’। দুপুর ১২টা ৪০ মিনিটে মঞ্চনাটক ‘অভিশপ্ত আগস্ট’। চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ প্রচারিত হবে বেলা ২টা ৩০ মিনিটে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শোক দিবসের কবিতা পাঠ। ৬টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ। সন্ধ্যা ৭টায় টক শো ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’। টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’ প্রচারিত হবে রাত ৯টায়। রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে আফজাল হোসেন, ডলি জহুর, ভাবনা প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে আলোচনানুষ্ঠান ‘পোয়েট অব দ্য পলিটিক্স’। এ ছাড়াও সকাল ৬টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ এবং সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান অনুষ্ঠান। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টায়।
বৈশাখী
সকাল ৭টা ৪৫ মিনিটে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। বঙ্গবন্ধুকে নিয়ে জনপ্রিয় শিল্পীরা গান গাইবেন অনুষ্ঠানে। রাত ১০টায় রয়েছে নাটক ‘চেতনায় মুজিব’। চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, অনামিকা, শরীফ প্রমুখ।