২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪৪:৫৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান শিবিরে ভারতীয় মুখ
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান শিবিরে ভারতীয় মুখ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় নতুন মোড় নিয়েছে। বিরোধী রিপাবলিকান শিবিরে নতুন মুখ সামনে এসেছে। তিনি ভারতীয় মার্কিন উদ্যোক্তা বিবেক রামাস্বামী। এই দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের ঠিক পেছনে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসকে ধরে ফেলেছেন তিনি। 


যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে বলেছে, ইমারসন কলেজের পোলে ট্রাম্পের পর রন ডি-স্যান্টিস ও রামাস্বামী দুজনই ১০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। ৫৬ শতাংশ পেয়ে ট্রাম্প প্রথম স্থানে আছেন। 


ডি-স্যান্টিস এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকলেও গত জুন মাসে তাঁর ভোট ছিল ২১ শতাংশ। ইমারসন কলেজ পোল অনুসারে, তাঁর সমর্থনে ধস নেমেছে। এদিকে রামাস্বামীর সমর্থন ছিল মাত্র ২ শতাংশ, তা বেড়ে ১০ শতাংশ হয়ে এখন দ্বিতীয়। 


দ্য হিলের প্রতিবেদন অনুসারে, দেসান্তিস সমর্থকদের মধ্যে বেশ অনিশ্চয়তা দেখা যাচ্ছে। প্রায় বেশ অর্ধেক রামাস্বামী সমর্থক বলে তাঁরা তাঁকেই (রামাস্বামী) ভোট দেবেন, কিন্তু দেসান্তিসের ক্ষেত্রে মাত্র এক-তৃতীয়াংশ সমর্থক তাঁকে ভোট দেওয়ার নিশ্চয়তা দেন।


ট্রাম্পের ৮০ শতাংশেরও বেশি সমর্থক বলেন, তাঁরা অবশ্যই সাবেক এই প্রেসিডেন্টকে ভোট দেবেন।


শেয়ার করুন