২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:২৪:৩৫ পূর্বাহ্ন
১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার, আ.লীগ নেতাসহ গ্রেফতার ২
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৩
১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার, আ.লীগ নেতাসহ গ্রেফতার ২

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল উদ্ধার ও আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামে মীর সেমি অটো রাইস মিল থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়। 


সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, সোমবার সকালে এসআই নুর জাহিদ সরকার তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।


গ্রেফতাররা হলেন- বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) এবং দোবাড়িয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফেরদৌস আলম (৩৮)। 


শাহীনুজ্জামান শাহীন আরও বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি চাল অবৈধপন্থায় কালোবাজারির মাধ্যমে কেনাবেচার জন্য গুদামে মজুত করেছিলেন। এ ব্যাপারে সদর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন