২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:৪৯:৫৮ অপরাহ্ন
ওয়াইফাই ৭ রাউটার উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নয়
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২৩
ওয়াইফাই ৭ রাউটার উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নয়

ইন্টেলের সর্বশেষ প্রযুক্তির ওয়াইফাই চিপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে না। এক্স প্ল্যাটফর্মে ফাঁস হওয়ার ইন্টেলের একটি গোপন নথির স্ক্রিনশট থেকে জানা যায়, উইন্ডোজ–১০ এর জন্য ওয়াইফাই ৭ চিপ বানাবে না ইন্টেল। তাদের এই নতুন চিপ শুধু উইন্ডোজ ১১ ও এর পরবর্তী জেনারেশনে কাজ করবে। অবশ্য এটি লিনাক্স এবং লিনাক্সভিত্তিক ক্রোমওএস অপারেটিং সিস্টেমে কাজ করবে।


এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য রেজিস্ট্রার।


আজ থেকে ২৮ বছর আগে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। এরপর আরও বেশ কয়েকটি সংস্করণ এসেছে। দীর্ঘ ২০ বছর পর নয় নম্বর সংস্করণটি বাদ দিয়েই উইন্ডোজ ১০ বাজারে আনে এই মার্কিন সফটওয়্যার জায়ান্ট।


শেয়ার করুন