২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:০৪:০৫ অপরাহ্ন
বিএনপি নেতা জিকে গউছকে তুলে নেওয়ার অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
বিএনপি নেতা জিকে গউছকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গউছকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি। 


মঙ্গলবার ঢাকা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


তবে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি উচ্চপর্যায়ের সূত্র জানায়, সরকারি কাজে বাধা ও পুলিশ আহতের মামলায় জিকে গউছকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে আটকের খবর পাওয়া যায়। 


সংশ্লিষ্টরা জানান, জিকে গউছ বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। 


হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান যুগান্তরকে বলেন, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে তাকে আটক করা হয়। কাকরাইল মসজিদসংলগ্ন এলাকা থেকে তাকে তুলে নেওয়ার সময় সাদা পোশাকে থাকা লোকজন নিজেদের ডিবি সদস্য বলে পরিচয় দেয়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানাননি।


পুলিশ জানায়, ১৯ আগস্ট পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সরকারি কাজে বাধা ও পুলিশ আহতের ঘটনায় জিকে গউছসহ বিএনপির প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করে মামলা দেয় পুলিশ। এ সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে বিএনপি।


শেয়ার করুন