২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:১৬:৩৬ অপরাহ্ন
বাবর আজমদের ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৩
বাবর আজমদের ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ভারত শুরুতেই বৃষ্টির বাধায় ম্যাচে গতি হারায় ভারত। তবে ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে খোলস ছেড়ে বেরিয়ে আসে দলটি। যদিও রোহিত শর্মা বাহিনীকে শেষটা রাঙাতে দেননি পাকিস্তানের বোলররা। শেষ পর্যন্ত বাবর আজমদের ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ইনিংসে দুইবার বৃষ্টির বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারেই শেষ হয় ভারতের ব্যাটিং ইনিংস। হার্দিকের ৮৭ ও ইশানের ৮২ রানে ভর করে রোহিত শর্মার দল সব উইকেট হারিয়ে ২৬৬ রান করে। 


শেয়ার করুন