রাজশাহী মহানগরীতে আগামী ০৬/০৯/২০২৩ ইং রোজ বুধবার সন্ধ্যা ৬:০০ ঘটিকা হতে ০৭/০৯/২০২৩ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্তর্য সম্পূর্ণ রাজশাহী গ্যাস নেটওয়ার্ক অঞ্চলে গ্যা স সরবরাহ সাময়িক বন্ধ রাখতেহবে । এছাড়া ও ৪ ইঞ্চি ব্যা সে র ঞরব-রহ কাজ সম্পাদনের লক্ষ্যে আগামী ০৭/০৯/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকা হতে০৮/০৯/২০২৩ইং রোজ শুক্রবার দুপুর ২:০০ ঘটিকা পর্যন্তর্য রাজশাহী শহরে র বঙ্গবন্ধু কলেজ মোড় হয়ে পদ্মা আবাসিক, ভদ্রা , দাইরাপাকমোড়,খড়খড়ি বা ইপাস ও এর আশে পাশে র এলা কা য় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রা খতে হবে । ঞরব-রহ কা জটি সম্পা দনের লক্ষ্যে প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা ও সোস্যাল নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়ে ছে ।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।