২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৩:১৯:২০ পূর্বাহ্ন
নৌকার প্রচার করায় ৮ প্রিসাইডিং কর্মকর্তাসহ ১২ জনকে শোকজ
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
নৌকার প্রচার করায় ৮ প্রিসাইডিং কর্মকর্তাসহ ১২ জনকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নারায়ণগঞ্জ-২ আসনে নৌকার প্রচার করার অভিযোগে ৮ প্রিসাইডিং কর্মকর্তাসহ ১২ জনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার ১২ জনকে চিঠি দিয়ে ২৭ ডিসেম্বর কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন নির্বাচনি এলাকা ২০৫ (আড়াইহাজার)-এর নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মণ্ডল।


চিঠি পাওয়া ৮ প্রিসাইডিং অফিসার হলেন— দুপ্তারা সেন্ট্রাল করোনেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সরকার, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মইনুল হোসেন মানিক, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান খান। সহকারী প্রিসাইডিং অফিসাররা হলেন— মুকুন্দী গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, প্যানেলভুক্ত পোলিং অফিসার উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী লুৎফুন্নাহার।


বাকি চার আওয়ামী লীগ নেতা হলেন— খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক রুবেল, যুবলীগের সভাপতি মাহবুবুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা মোশারফ।


শেয়ার করুন