২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:১৪:২৯ পূর্বাহ্ন
রাণীনগরে মহান বিজয় দিবস উদযাপন
  • আপডেট করা হয়েছে : ১৬-১২-২০২৪
রাণীনগরে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগরে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।


রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা শুরু হয়। এরপর রাণীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।


সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর বিজয় মেলার উদ্বোধন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মহাইমেনা শারমীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নওশাদ হাসান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ওবিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধ পরিবারের সদস্যদের সংবোর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।


এছাড়া উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠন বিজয় র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

শেয়ার করুন