২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৫:২৯:১১ পূর্বাহ্ন
রাবিতে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে ওয়ার্কশপ
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৩
রাবিতে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে ওয়ার্কশপ

রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব(আর ইউ ই এল সি) এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অপরচুনিটি  অফ লার্নিং ইংলিশ ইন বাংলাদেশ এন্ড এবরুড এন্ড হাউ টু বি গুড এট ইংলিশ’ নামে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে ওয়ার্কশপটির আয়োজন করা হয়।


ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্যে আইন বিভাগে সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম সাগর বলেন, এমন প্রোগ্রাম নিঃসন্দেহে রাবি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে  তিনি শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা দেন।


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (আর ইউ ই এল সি) এর সভাপতি মো. জুলফিকার আলী। তিনি বলেন, ক্লাবের উপদেষ্টা স্যারদের এবং রাবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত  সহযোগিতা পেলে আগামীতে এমন অসংখ্য ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।


ফারজানা মিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপদেষ্টা প্যানেলের  সদস্য সহযোগী অধ্যাপক ও ইউজিসি সদস্য আব্দুল্যাহ-আল মারুফ, রাবি ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, লেখক গোলাম মোরশেদ।


শেয়ার করুন