২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৭:২৪ অপরাহ্ন
‘তুরস্কের সেই উদ্বেগ বৈধ’
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২২
‘তুরস্কের সেই উদ্বেগ বৈধ’

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যপদ আবেদনের বিরোধিতা করে তুরস্কের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ বৈধ বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন,এগুলো বৈধ উদ্বেগ। এই উদ্বেগ সন্ত্রাসবাদের ব্যাপারে, অস্ত্র রপ্তানির ব্যাপারে।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় সুইডেন এবং ফিনল্যান্ড গত মাসে মার্কিন নেতৃত্বধীন ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করে। কিন্তু দেশ দুটির বিরুদ্ধে কুর্দি সশস্ত্র যোদ্ধাদের সমর্থন ও আশ্রয় দেওয়ার অভিযোগ এতে এর তীব্র বিরোধিতা করে তুরস্ক। 

এদিকে, তুরস্কে রামস্টেইন ডাস্ট-২ নামে ন্যাটোর একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী সোমবার এ ঘোষণা দেন। তুরস্কের কোনিয়া সেনাঘাঁটিতে আগামী ২০ থেকে ২৮ জুন সপ্তাহব্যাপী এ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।

এটি তুরস্কের তৃতীয় বৃহৎ বিমানঘাঁটি। একইসঙ্গে এখানে ঈগল-২০২২ নামে একটি সামরিক প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে।

এ মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর ৪৫টি যুদ্ধজাহাজ, ৭৫টি যুদ্ধবিমান ও ৭ হাজার সেনা সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে এ মহড়ায় ফিনল্যান্ড ও সুইডেনের অংশগ্রহণ মেনে নেবে না বলে জানিয়েছে দেশটি।

শেয়ার করুন