২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:২১:৩৩ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৩
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ

সমাপ্ত সেপ্টেম্বরে আগের অর্থবছররের একই মাসের চেয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। রপ্তানি হয়েছে ৪৩১ কোটি ডলারের পণ্য। তবে গত জুলাই ও আগস্টের চেয়ে এ আয় কিছুটা কম। ওই দুই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪৫৯ এবং ৪৭৮ কোটি ডলার। 


রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি রোববার রাতে পণ্য রপ্তানির এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, সেপ্টেম্বরের রপ্তানি আয়সহ চলতি ২০২৩-২৪ অর্থবছরের অথবছরের গত তিন মাসে অথাৎ, জুলাই- সেপ্টম্বরে সাবিক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৫১ শতাংশ। পরিমাণে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ২৫০ কোটি ডলার। 


বরাবরের মত সেপ্টেম্বর মাসের রপ্তানিতেও পোশাকের প্রাধান্য রয়েছে। গত তিন মাসের সাবিক রপ্তানি আয়ের ৮৫ শতাংশই এ তৈরিপোশাক রপ্তানি থেকে। রপ্তানি হয়েছে ১ হাজার ১৬২ কোটি ডলারের পোশাক। এই আয় গত অথবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। রপ্তানি খাতের উল্লেখযোগ্য পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্যের মত পণ্যেও রপ্তানি আগের একই সময়ের চেয়ে কমেছে।


শেয়ার করুন