২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:৫৪:৪৬ পূর্বাহ্ন
রুয়েটে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২৩
রুয়েটে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে শিল্প প্রতিষ্ঠান ও শিল্প উদ্যোগতাদের তথ্য সংগ্রহ এবং কিউএস (QS) র‌্যাঙ্কিংয়ের অগ্রগতির বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “রুয়েটকে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে শিল্প প্রতিষ্ঠান ও শিল্প উদ্যোগতাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি জরুরী।” এছাড়াও রুয়েটের কিউএস র‌্যাঙ্কিয়ের অগ্রগতির বিষয়ে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা দেন।


সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন