২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ০৪:১৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
বাঘায় ৩০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২২
বাঘায় ৩০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

বাঘায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ মাসুদ মন্ডল (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী। সে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মাতু থান্দারের ছেলে।

রোববার রাত সাড়ে ৮ টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার মীরগঞ্জ মোড়ের ইদ্রিস আলী বিশ্বাস এর বাড়ির সামনে পাঁকা রাস্তায় বাঘাগামী রাজা বাদশা নামের যাত্রী বাহি বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-১৭৪৩) তল্লাশি করে মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করে। তার কাছে থাকা ব্যাগের মধ্যে মিষ্টি কুমড়ার ভেতর থেকে হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে ১ জন মাদক ব্যবসায়ী রাজশাহী টু বাঘাগামী রাজা বাদশা নামীয় বাসে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ চারঘাট হইয়া বাঘার দিকে আসছে।

মীরগঞ্জ মোড় এলাকায় বাসটি থামানোর জন্য সংকেত দিলে, বাসটি থামানো মাত্রই বাসের পিছনের দিকের জানালা খুলে পালানোর চেষ্টাকালে মাসুদ মন্ডলের ডান হাতে থাকা ১টি প্লাস্টিকের ব্যাগসহ বাসের ভিতরেই তাকে আটক করা হয় । ওই ব্যাগে ২টি মিষ্টি কুমড়া ছিল। আর মিষ্টি কুমড়ার ভেতরে রক্ষিত ছিল হিরোইন। তার ব্যবহৃত ১টি মোবাইল ফোন ২টি সীমকার্ড ও ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়েছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, র‌্যাব বাদি হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ৮ (গ) ধারার মামলা রুজু করেছে।

শেয়ার করুন