২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:২১:০৮ পূর্বাহ্ন
যে কারণে এক মিনিট শব্দহীন থাকবে স্কুল-কলেজ
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৩
যে কারণে এক মিনিট শব্দহীন থাকবে স্কুল-কলেজ

আগামীকাল রোববার দেশের সব স্কুল-কলেজে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে। শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে এদিন সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সব স্কুল-কলেজে এই কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে। 


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পালনে স্কুল-কলেজগুলোকে নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।


ওই আদেশে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে নেওয়া কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।


শেয়ার করুন