০১ মে ২০২৪, বুধবার, ০১:৪০:৩৩ পূর্বাহ্ন
দায়িত্ব নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৩
দায়িত্ব নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পর রবিবার বিকেলে হযরত শাহ্ মখদুম (রহঃ) এর মাজার জিয়ারত এবং পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মাতা মরহুমা জাহানারা জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।


এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা।


এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, রবিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনের গ্রিনপ্লাজা চত্বরে পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরগণের অভিষেক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় রাসিক মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।


শেয়ার করুন