২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:৪১:১৭ অপরাহ্ন
রামপালের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৩
রামপালের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।


আনোয়ারুল আজিম কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার ভোর ৪টার দিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।


শুরুতে ৪০০ মেগাওয়াট উৎপাদন শুরু হলেও সন্ধ্যার পর থেকে দ্বিতীয় ইউনিটের পুরো সক্ষমতার ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় গত বছরের ১৭ ডিসেম্বর। প্রথম ইউনিটের উৎপাদন শুরুর পর কয়লাসংকট এবং কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকবার উৎপাদন বন্ধ রাখতে হয়। তবে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে।


শেয়ার করুন