বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল করেছে গণসংহতি আন্দোলন। মিছিল চলাকালে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে শহরের কালীবাজার মোড় এলাকায় মিছিল শুরু করেন গণসংহতির নেতা-কর্মীরা। দলটির জেলা সমন্বয়ক তরিকুল সুজনের নেতৃত্বে ৩০ জনের একটি দল অবরোধ সমর্থনে মিছিল করে। মিছিলটি কালীবাজার থেকে ২ নম্বর গেট হয়ে পুনরায় কালীবাজারে ফিরে আসে। এ সময় পেছন থেকে সদর থানার ওসির নেতৃত্বে ধাওয়া দেয় পুলিশ।
ধাওয়ার পরপরই ছত্রভঙ্গ হয়ে যান নেতা-কর্মীরা। এ সময় কর্মী সন্দেহে একজনকে লাঠিপেটা করে পুলিশ।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘অবরোধ সমর্থনে মিছিলকারীরা সড়কে বিশৃঙ্খলা তৈরি করছিল। আমরা ধাওয়া দিতেই তারা পালিয়ে যায়।’