৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৮:৪৬:১৭ অপরাহ্ন
বিএনপি নেতা আমিনুল হক ও মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৩
বিএনপি নেতা আমিনুল হক ও মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।


গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে গুলশান-২-এর হোটেল আমারির উল্টো পাশের একটি ভবন থেকে গোয়েন্দা পুলিশ তাঁদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আমিনুল হকের গাড়িচালক ও পল্লবী থানা যুবদলের নেতা পল্লবকেও তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন রিজভী।


এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদের গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই এলাকা থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও গ্রেপ্তার করা হয় সেদিন।


তার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয় গত ২৯ অক্টোবর।


শেয়ার করুন