০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৬:১৮ পূর্বাহ্ন
সিংড়ায় গরুর পচা মাংস বিক্রি করার দায়ে অর্থদন্ড
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৩
সিংড়ায় গরুর পচা মাংস বিক্রি করার দায়ে অর্থদন্ড

নাটোরের সিংড়ায় পচা গরুর মাংস বিক্রয়ে মারফত আলী নামের এক কসাইয়ের কুড়ি হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ৮০ কেজি মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।


আজ মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের মুরগীহাটি মায়ের দোয়া গোস্তের দোকানে এই অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন ইউএনও মাহমুদা খাতুন। এর আগে লোকমুখে খবর পেয়ে পচা ও অসুস্থ্য গরুর মাংসসহ হাতে নাতে কসাই মারফত আলীকে আটক করেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড, পচা মাংস জব্দ ও সাধারণ মানুষকে সচেতন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমূখ।


শেয়ার করুন