২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:০৯:০৮ অপরাহ্ন
ঢাকার দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৩
ঢাকার দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ঢাকায় দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে। সে দেশের রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ত্যাগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


উত্তর কোরিয়া এখন থেকে দিল্লিতে অবস্থিত দূতাবাস থেকে বাংলাদেশের সঙ্গে তাদের স্বার্থ-সম্পর্কিত বিষয়গুলো তদারকি করবে।


পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখভাল করে থাকে।


দিনাজপুরে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে বিনিয়োগ ছিল উত্তর কোরিয়ার। এর বাইরে দেশটির সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক ছিল না বলে জানান কূটনীতিকেরা। 


বাংলাদেশ থেকে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচার ও দূতাবাসের কূটনীতিকদের নামে বরাদ্দ বিভিন্ন পণ্য বাজারে বিক্রি করে দেওয়াসহ নানা কারণে বিভিন্ন সময় আলোচনায় এসেছে দেশটির ঢাকার দূতাবাস।


মূলত আর্থিক সংকটে থাকা উত্তর কোরিয়া এই অঞ্চলের নেপাল ও বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে বেইজিং ও ঢাকার দুটি কূটনৈতিক সূত্র জানায়।


শেয়ার করুন