২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪১:০৫ অপরাহ্ন
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৩
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গয়েছে। বুধবার রাজশাহীর তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রী সেলসিয়াসে। তাপমাত্রা কমে যাওয়ায় শীতে কাবু হচ্ছেন মানুষসহ প্রাণীকুল। গত কয়েকদিন থেকেই দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার সাথে সাথে শীত বেড়েছে। তবে সকালে কুয়াশায় ঢাকা না পড়লেও সকাল থেকেই সূর্যের মুখ দেখা মিলেছে।


রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গত সোমবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ১২দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপরের দিন তাপমাত্রা বেড়ে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে। কিন্তু এক দিনের ব্যাবধানে তাপমাত্রা আবারো কমে গেছে ২ডিগ্রি সেলসিয়াস।


যদিও সামনে শুক্রবারের পর থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, প্রতিদিন তাপমাত্রার হেরফের হচ্ছে। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


শেয়ার করুন