২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৯:১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
ফের ইজিয়ামে ঢোকার চেষ্টা করছে রুশ সেনারা
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২২
ফের ইজিয়ামে ঢোকার চেষ্টা করছে রুশ সেনারা

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রুশ সেনারা গত ৪৮ ঘণ্টায় নতুন করে দোনবাস প্রদেশের ইজিয়াম শহরে হামলা করেছে।  তারা ফের ইজিয়ামে ঢোকার চেষ্টা করছে। 

ইজিয়াম থেকে রুশ সেনাদের সাময়িক সময়ের জন্য পিছু হটিয়ে দিতে সমর্থ হয়েছিল ইউক্রেনীয় সেনারা। 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যপারে টুইটে বলেছে, তাদের লক্ষ্য হলো দোনবাসের গভীরে প্রবেশ করা এবং উত্তর দিক থেকে সেভেরোদোনেৎস্ককে অবরুদ্ধ করে ফেলা। 

যুক্তরাজ্যের এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপর হুশিয়ারি দেওয়া হয়েছে, যদি এখন ইজিয়ামে থাকা বেসামরিক লোকরা সেখান থেকে সরে না যান তাহলে সেখানে থাকা বেসামরিক লোক ও সেনাদের মধ্যে কোনো পার্থক্য দেখবে না রুশ সেনারা।  সব জায়গায় হামলা চালাতে পারে তারা। 

এদিকে দোনবাস প্রদেশের লুহানেস্ক অঞ্চলটি পুরোপুরি দখল করার দ্বারপ্রান্তে আছে রুশ সেনারা। তবে এজন্য তাদের সেভেরোদোনেৎস্ক শহরটি দখল করতে হবে। আর এ কারণে লুহানেস্কের ছোট শহর সেভেরোদোনেৎস্কে সর্বশক্তি প্রয়োগ করে সেটির দখল নিতে চাইছে রুশ সেনারা। 

শেয়ার করুন