০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১০:০৮ অপরাহ্ন
গোদাগাড়ী সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৫ জন
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৩
গোদাগাড়ী সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৫ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেশবপুর গ্রামে গোদাগাড়ী টু কাঁকনহাট রোডের শনিবার দুপুরে ট্রাক্টর ও ব্যাটারি চালিত ইজি বাইক এর সংর্ঘষের ঘটনায় একজন নারী নিহত হয়েছে। ওই নারীর নাম সাহিদা বেগম (৪০)। তিনি জয়রামপুর গ্রামের কবির উদ্দিনরে স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে  ব্যাটারি চালিত ইজিবাইকে জয়রামপুর হতে গোদাগাড়ী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় ইজিবাইকে থাকা সাদিয়া বেগম  মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এবং ইজিবাইকে থাকা চালকসহ ৫জন যাত্রী আহত হন। আহতরা হলেন  সিদ্দিকা (৭), মনিমুল, কবু ডাক্তার (৪০),  শহিদুল (৫০), রবিউল (৩৮),  আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য গোদাগাড়ী  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।


এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বললে, এ বিষয়ে একটি সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন