২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১০:১০:১৭ অপরাহ্ন
মন্ত্রী হয়েই স্থানীয়দের সঙ্গে নানকের মতবিনিময়
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৪
মন্ত্রী হয়েই স্থানীয়দের সঙ্গে নানকের মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হওয়ার পর ঢাকা-১৩ আসনের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।


শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে সংসদ সদস্য হওয়ার পর বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।


এ সময় তিনি বলেন, সব সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। 


তিনি আরও বলেন, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে আমি নিরলসভাবে কাজ করে যাব।


শেয়ার করুন