২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৩৩:৪৫ অপরাহ্ন
মান্দায় খাদ্যপণ্যের অবৈধ মজুতের দায়ে ব্যবসায়ী আটক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৪
মান্দায় খাদ্যপণ্যের অবৈধ মজুতের দায়ে ব্যবসায়ী আটক

মান্দা প্রতিনিধি (এস এ সিরাজুল ইসলাম): নওগাঁর মান্দায় সোয়া দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য অবৈধভাবে মজুত করার দায়ে মাসুদ রানা (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীর দুটি গুদাম সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করা হয়নি। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টার পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় প্রশাসনের মজুতবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানের সময় ব্যবসায়ী মাসুদ রানা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে পুলিশ পাহারায় তিনি মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আটক ব্যবসায়ী মাসুদ রানা উপজেলার বানিসর গ্রামের মনসুর রহমানের ছেলে। মাসুদ এন্টারপ্রাইজ নামে তিনি খাদ্যপণ্যের ব্যবসা করতেন। তবে এই নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমান খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে আমাদের কাছে এমন গোপন তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা নামে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। ইউএনও বলেন, অভিযানে গিয়ে ওই গুদামটিতে ২ লাখ ৩১ হাজার ৯০০ কেজি গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ১৫ হাজার ৪৭৪ কেজি আটা, ৫ হাজার ৭৫ কেজি ছোলা, ১২ হাজার ৭৫০ কেজি চিনি, ১১ হাজার ৩২৪ লিটার পামওয়েল, ৬ হাজার ৭৭৫ কেজি লবনসহ বিভিন্ন ভোগ্যপণ্যের অবৈধ মজুত পাওয়া গেছে। গুদামটিতে প্রায় ১ বছর সময় ধরে গম মজুত করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই তিনি গম, সয়াবিন, চিনি, ছোলা ও আটার ব্যবসা করে আসছিলেন। ইউএনও আরও বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলার প্রস্তুতি নিচ্ছেন। মান্দা থানার পরিদর্শক তদন্ত আবদুল গণি বলেন, প্রশাসনের পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় মামলার এজাহার দাখিল করা হয়নি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সাত দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শেয়ার করুন