২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১০:০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
যেমন ছেলে পছন্দ সাই পল্লবীর
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২২
যেমন ছেলে পছন্দ সাই পল্লবীর

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সাই পল্লবী। সম্প্রতি ধর্মকে ব্যবহার করে সহিংসতার নিন্দা জানিয়ে প্রশংসিত ও আলোচিত হয়েছেন। সাই পল্লবীর মতে, ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের সহিংসতাই গ্রহণযোগ্য নয়।


২০১৫ সালে ‘প্রেমাম’ ছবি দিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক সাই পল্লবীর। নাচতেও ভালোবাসেন। নাচ ও অভিনয় দক্ষতা দিয়ে লাখো চলচ্চিত্রপ্রেমীর মন জয় করেছেন। সাই পল্লবী এখনো বিয়ে করেননি। কেমন ছেলে পছন্দ এমন প্রশ্নে সাই পল্লবী বলেন, ‘আমি সেইসব ছেলেদের পছন্দ করি, যার হৃদয়টা খুব সংবেদনশীল। তারা যদি হৃদয় থেকে কিছু বলে আমি তা শুনতে পছন্দ করি। যারা নিজেকে নিয়ে গর্ববোধ করে সেসব পুরুষদের আমার পছন্দ নয়। যারা মেয়েদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে না এবং আত্মত্যাগী তাদেরকে আমার পছন্দ।’


সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিরতা পারভাম’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। বর্তমানে ‌‘গার্গি’ নামের একটি ছবির শুটিং করছেন তিনি।

শেয়ার করুন