১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:১৪:৫৭ অপরাহ্ন
হরিপুরে এক কৃষক পরিবারের ৫টি গরুর মৃত্য!
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৪
হরিপুরে এক কৃষক পরিবারের ৫টি গরুর মৃত্য!

মোঃ রাজাবুল হক রেজাউল (হরিপুর ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামের কৃষক মোঃ দবিরুল ইসলামের ৫টি গরু মৃত্যু বরণ করেছে। স্থানীয় সুত্রে জানাযায় যে, কৃষক দবিরুল আজ ১১/০২/২০২৪ইং তারিখ দিনের প্রথম ভাগে গরুগুলোকে  পানি পান করানোর সাথে সাথে গরু গুলো একসাথে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। গরুর এই রকম অসুস্থ হওয়া দেখে কৃষক দবিরুল হরিপুর উপজেলার প্রাণী সম্পদ হাসপাতালের সার্জন ডাঃ রুবায়েত রেজার শরণাপন্ন হন।ডাঃ রুবায়েত রেজা অল্প সময়ের মধ্যে কৃষক দবিরুলের বাড়িতে উপস্থিত হয়ে একটি গরুকে মৃত এবং বাকি ৪টি গরুকে গুরুতর অসুস্থ অবস্থায়  দেখেতেপান অবস্থা বেগতিক দেখে তিনি বাকি গরু গুলোকে জবাই  করে দেওয়ার পরামর্শ দেন। ডাঃ রুবায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং এই রকম দূর্ঘটনা ফুডপয়জনিং এর কারণে হতে পারে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন।

শেয়ার করুন