রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। আজ সোমবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর নাম জাহিদুল ইসলাম (২৭)। তিনি নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর বউ বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
নগর পুলিশ জানায়, জানা যায়, আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আদালত থেকে সাজা দেয়ার পর থেকে জাহিদুল ইসলাম পলাতক ছিলেন। আজ সোমবার চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জাহিদুল চন্দ্রিমা থানার প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চলের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী’র সামনে অবস্থান করছে।
এমন সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে এক দল পুলিশ দুপুর পৌনে ২ টায় অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকেআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নগরীর চন্দ্রিমা থানার এসআই মো: আসলাম হোসেন গত ২০২২ সালের ২৩ জুলাই জাহিদুল ইসলামকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই আসলাম আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলাটি তদন্ত শেষে চন্দ্রিমা থানার এসআই রেজাউল করিম গত ২০২২ সালের ৩১ আগস্ট জাহিদুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত বিচার শেষে এক রায়ে আসামি জাহিদুল ইসলামকে ৬ মাসে সাজা প্রদান করেন।