২০২৪ আইপিএল নিলাম তখন একেবারে শেষপর্যায়ে চলে এসেছে। নিলামদার মল্লিকা সাগর দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় আচমকাই নামটা ঘোষণা করলেন।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সাকিবকে দলে নিয়েছে- এ খবর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
অনেকেই প্রাথমিকভাবে ধারণা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টা স্পষ্ট হয়ে উঠল।
বিহারের গোপালগঞ্জ জেলায় ততক্ষণে উচ্ছ্বাসের বন্যা বইতে শুরু করেছে। কারণ ১৯ বছর বয়সি তাদের ঘরের ছেলেকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কেকেআর।
ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, গোপালগঞ্জের সবাই জানেন, আলি আহমেদের ছেলে সাকিব হুসেন এবারের নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। কিন্তু তা তো সব নয়। শুধু স্বপ্নের দোরগোড়ায় এসে দাঁড়ানো। কে জানত, রাত নামতেই উৎসব শুরু হয়ে যাবে। ঈশান কিষাণ, মুকেশ কুমারের পর বিহারের আরও এক ছেলে জায়গা পেয়ে যাবে আইপিএলে। ২০ লাখ টাকা ছিল বেস প্রাইস। তাতেই কলকাতা নাইট রাইডার্স তুলে নিল সাকিব হুসেনকে। ১৯ বছরের ডানহাতি পেসার আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের টিমমেট হতেই ঢোল, ব্যান্ডপার্টি নিয়ে রাস্তায় নেমে পড়েন গোপালগঞ্জের মানুষজন। কেক কেটে কেকেআরে সুযোগ পাওয়া সেলিব্রেট করেন সাকিব।