২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪০:৪১ অপরাহ্ন
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালনে রাসিকের কর্মসূচি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালনে রাসিকের কর্মসূচি

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সরকারি কর্মসূচির আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নানা কর্মসূচির আয়োজন করেছে।


কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ সকল ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী করা হবে এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হবে। এছাড়া রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে সকাল ১১টায় বঙ্গবন্ধু চত্বরে (সিএন্ডবি মোড়) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। উল্লেখিত কর্মসূচিসমূহে সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন