২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:১৬:৪৬ অপরাহ্ন
গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ মাদক কারবারী আটক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ মাদক কারবারী আটক

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আজ বুধবার ভোর রাতে গোদাগাড়ীর দিয়ারমানিকচক পশ্চিমপাড়ায় এ অভিযান চালায় র‌্যাব।


আটক মাদক কারবারীর নাম রফিকুল ইসলাম (৪২)। তিনি দিয়াড়মানিকচক এলাকার মোফাজুলের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।


র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামের মাদক কারবারী রফিকুল ইসলাম তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল নৌকাযোগে পদ্মা নদী পেরিয়ে দিয়ে রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে।


এসময় রফিকুল ইসলাম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে মাটির তিন ফিট নিচে পুতে রাখা অবস্থায় ১১০গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও হেরোইন বিক্রির প্রায় ৩০হাজার টাকাও তার বাড়ি থেকে উদ্ধার করে র‌্যাব।


রফিকুলকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


শেয়ার করুন