২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১৫:০১ পূর্বাহ্ন
ফের বাড়ল স্বর্ণের দাম
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৪
ফের বাড়ল স্বর্ণের দাম

প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৫০ টাকা বেড়েছে। এতে এক গ্রাম স্বর্ণের নতুন দাম ৯৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হচ্ছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। এর আগে এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা নির্ধারণ ছিল। নতুন মূল্য নির্ধারণের ফলে ভরিপ্রতি দাম বাড়ল এক হাজার ৭৫১ টাকা। নতুন মূল্য আজ রোববার থেকে কার্যকর হবে।


শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 


সেখানে বলা হয়েছে- স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 


২২ ক্যারেটের এক ভরি রূপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে গত ২১ মার্চ দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা।


শেয়ার করুন