২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৩৯:০৯ পূর্বাহ্ন
তাপপ্রবাহ : যেসব জেলার স্কুল-কলেজ বন্ধ থাকবে কাল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৫-২০২৪
তাপপ্রবাহ : যেসব জেলার স্কুল-কলেজ বন্ধ থাকবে কাল

চলমান তাপপ্রবাহের কারণে বেশ কিছু জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার, ৪ঠা মে বন্ধ থাকবে।

এসব জেলার বাইরে সব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার খোলা থাকবে। এছাড়াও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামী রোববার থেকে।


শেয়ার করুন