২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:০৪:৫৭ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে কামিন্সের হ্যাটট্রিক
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৪
বাংলাদেশের বিপক্ষে কামিন্সের হ্যাটট্রিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ১৪০ রান করে শান্ত বাহিনী। এই ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স হ্যাটট্রিক করেছেন। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। বাংলাদেশের বিপক্ষে তিনি এ অর্জন করলেন। কামিন্সের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয়জন বোলার হ্যাটট্রিক করেছেন। অস্ট্রেলিয়ার পেসার সপ্তম বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। ব্রেট লির পর কামিন্সই দ্বিতীয় অস্ট্রেলিয়ান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কীর্তি গড়লেন।

এর আগের ম্যাচে কামিন্সকে বিশ্রাম দিয়েছিল ম্যানেজমেন্ট। সুপার এইট পর্বে ফিরেই দাপট দেখালেন তিনি। ১৮তম ওভারের শেষ দুটি বলে পরপর মাহমুদউল্লাহ ও মেহেদি হাসানকে আউট করেন কামিন্স। এরপর ২০তম ওভারের প্রথম বলেই তুলে নেন তাওহিদ হৃদয়ের উইকেট। প্যাট কামিন্স ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। 

শেয়ার করুন