২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:১১:৩৩ অপরাহ্ন
হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৭
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২২
হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৭

ভারতের হিমাচল প্রদেশের কুলুতে বাস খাদে পড়ে সাত পর্যটক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন আইআইটির ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার সন্ধ্যায় একটি গাড়ি বানজার মহকুমার ঘিয়াঘির কাছে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ গোটা ঘটনাটি বানজারের বিজেপি বিধায়ক সুরেন্দর শৌরি রোববার মধ্যরাতে ফেসবুক লাইভে করে জানান। বিধায়ক জানান, নিহতরা রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লিসহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ পর্যটক ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে উত্তরপ্রদেশের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বারাণসীর তিনজন ছাত্র রয়েছে। 

কুলুর পুলিশ সুপার গুরদেব শর্মা জানিয়েছেন, ‘প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, চালকসহ গাড়িতে ১৭ যাত্রী ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, হোমগার্ড ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।

শেয়ার করুন