২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ০১:২৫:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৪
বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ক্রিকেট দল। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ব্যাক ফুটে রয়েছে বাংলাদেশ। আজ জিতে সেমির আশা টিকে রাখতে চায় টাইগাররা।


শনিবার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডিগার নর্থ সাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


অ্যান্টিগার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় খেলাটি শুরু হবে। তবে ১০টার সময় ৪৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ১১টার সময় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২টার সময় ৪৭ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার। এদিন আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।


বাংলাদেশ-ভারত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দুই দল এক পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে ভারতের দুই ম্যাচে ৩ পয়েন্ট হবে। হাতে থাকে অস্ট্রেলিয়া ম্যাচ। অন্য দিকে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে।


শেয়ার করুন