০২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১০:১৬:০৭ অপরাহ্ন
বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছেন ভারতের রাজনীতিবিদরা
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২৪
বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছেন ভারতের রাজনীতিবিদরা

দক্ষিণ আফ্রিকাকে শ্বাসরুদ্ধকর ফাইনালে ৭ রানে হারিয়ে এক যুগের শিরোপা খরা কাটিয়েছে ভারত। এমন জয়ে আনন্দে ভাসছে এখন গোটা ভারত। জয়ের আনন্দ ছুঁয়ে গেছে দেশটির রাজনীতিবিদদেরকেও। ভারতের জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধী দলের প্রধান রাহুল গান্ধী পর্যন্ত। এছাড়াও অন্যান্য রাজনীতিবিদরা ভারতের জয়ে নিজেদের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন।

ভারতের লড়াই করার মনোভাবের প্রশংসা করে দেশটির প্রেসিডেন্ট দৌপদী মুর্মু এক্সে লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য আমার আন্তরিক অভিনন্দন। হারার আগে হার নয় এই মনোভাব নিয়ে দলটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও লড়াই করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে অসামান্য দক্ষতা প্রদর্শন করেছে। ফাইনাল ম্যাচে এটি একটি অসাধারণ জয় ছিল। তোমরা ভাল করেছ।’

ভারতের জয়ের পর ভিডিওতে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই দুর্দান্ত জয়ের জন্য সমগ্র জাতির পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে অভিনন্দন। আজ ১.৪০ কোটি ভারতীয় আপনাদের দুর্দান্ত জয়ের জন্য গর্বিত। আপনারা সবাই বিশ্বকাপ জিতেছেন। ভারতের সব গ্রামে, রাস্তায়, সমাজে আপনারা আমাদের দেশবাসীর মন জয় করেছেন। এই জয়টি খুব বিশেষ কারণে মনে থাকবে। অনেক দল ছিল, তবুও ভারত অপরাজিত যা কোনো ছোট অর্জন নয়। আমার পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন।’

ভারতের জয় নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্সে লিখেছেন, ‘সূর্য, কী দুর্দান্ত ক্যাচ! রোহিত, এই জয় তোমার নেতৃত্বের প্রমাণ। রাহুল, আমি জানি টিম ইন্ডিয়া তোমার নির্দেশনা মিস করবে। নীল রঙের দর্শনীয় পুরুষরা আমাদের দেশকে গর্বিত করেছে।’

ভারতের জয় নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ে সমগ্র জাতি উচ্ছ্বসিত! ক্রিকেটীয় দক্ষতা, দৃঢ়তা এবং অধ্যবসায় প্রদর্শনের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।’

শেয়ার করুন