২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২৯:৩৬ অপরাহ্ন
যে কারণে আজারবাইজানে না গিয়ে জার্মানিতে যাচ্ছেন এরদোগান
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২৪
যে কারণে আজারবাইজানে না গিয়ে জার্মানিতে যাচ্ছেন এরদোগান

নেদারল্যান্ডের বিপক্ষে রোববার লড়বে তুরস্ক। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচ দেখতে শনিবার জার্মানি যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

আজারবাইজানের শুশায় তুর্কি রাষ্ট্রপ্রধানদের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে এরদোগানের স্থলাভিষিক্ত হবেন ডেপুটি প্রেসিডেন্ট সেভেদেট ইলমাজ।

জার্মানিতে ফুটবল ম্যাচ শেষে এরদোগান ৯-১১ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন।

ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট এরদোগান শুরু থেকেই ক্রিসেন্ট-স্টার্সের ইউরো ২০২৪ যাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তুর্কি এই নেতা ব্যক্তিগতভাবে প্রতিটি ম্যাচের পরে দলকে ফোন করছেন, অনুপ্রেরণামূলক এবং অভিনন্দন বার্তা দিচ্ছেন।

শেয়ার করুন